গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশে রয়েল মিয়ার ইট ভাটা থেকে সোমবার দুপুরে আব্দুল মজিদ (৬০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
তিনি ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা মরদেহের পরিচয় সনাক্ত করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুল মজিদ ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে যাননি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।
সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার বলেন, নিহতের মাথায় আঘাতের ও গলায় ক্ষত চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট