1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম বল টেম্পারিং বিতর্ক

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
সিলেট সানরাইজার্স এর অধিনায়ক রবি বোপারা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নানা কারণেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে। ফিক্সিং বিতর্ক থেকে শুরু করে অব্যবস্থাপনা ও টুর্নামেন্ট শুরুর পর নিয়ম বদলানো- কী হয়নি বিপিএলে! তবে এত দিন যে কালি বিপিএলকে কলঙ্কিত করতে পারেনি, সেই কালি এবার লাগল বিপিএল ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার রবি বোপারার জন্য।

সিলেট সানরাইজার্সের এই ইংলিশ অলরাউন্ডার নেতৃত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই বল টেম্পারিং করে হাতেনাতে ধৃত হলেন। এর শাস্তিও হলো সঙ্গে সঙ্গেই।

খুলনা টাইগার্সের পক্ষে পেনাল্টি দেওয়া হলো ৫ রান। বিপিএলের আট আসর মিলিয়ে বল বিকৃত করে কারো ধরা খাওয়া এবং শাস্তি পাওয়ার এটিই প্রথম ঘটনা।

এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে কম বিতর্কের মুখে পড়েনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেনের জায়গায় সানরাইজার্সের অধিনায়কত্ব বোপারাকে দেওয়া নিয়েও প্রশ্নের অবকাশ আছে যথেষ্টই। কারণ আগের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছিলেন ২০১৩ সাল থেকে বিপিএল খেলে আসা এই ক্রিকেটার।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৬৬ ম্যাচ খেলা বোপারা টানা ৪ ম্যাচে বাজে পারফরম করার পর একাদশে জায়গা হারিয়েছিলেন। ফিরলেন কিনা অধিনায়ক হিসেবেই! ফিরেই টেম্পারিং বিতর্কে নিজেকে যেমন জড়ালেন, তেমনি দলকেও। টস জিতে সিলেট বোলিং নেওয়ার পর নবম ওভারে প্রথম আক্রমণে আসেন বোপারা।

ওই ওভারের তৃতীয় বল করার পরপরই মাঠের দুই আম্পায়ার তাঁর কাছ থেকে বল চেয়ে নেন। টিভি পর্দায়ও স্পষ্ট দেখা যায়, বাঁ হাত দিয়ে আড়াল করে ডান হাতের নখ দিয়ে বল খুঁটছেন বোপারা। আম্পায়াররাও পরীক্ষা করে পান বল বিকৃত করার প্রমাণ। তাই বল তো তাঁরা বদলে ফেলেনই, শাস্তি হিসেবে খুলনার স্কোরে ৫ রানও যোগ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews