বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সহ-সভাপতি আবু ফোরকান শাহ মতিন সুজন এর মা, ৯০ এর দশকে ছাত্র ইউনিয়ন থেকে মনোনীত বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর নির্বাচিত ভিপি শামীম আরা বেগম এর শাশুড়ি এবং প্রীতিলতা ব্রিগেড বগুড়ার সদস্য আনিকা আনজুম সৃজনীর দাদি ফিরোজা বেগম আজ সোমবার ভোর রাত ৩ঃ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বাদ আছর জানাযা শেষে নামাজগড় আঞ্জুমান গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।