নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক নিজেই গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।
তিনি জানান, ‘আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে অর্থ দাবি করছে। এছাড়া, নানারকম বিভ্রান্তিমূলক তথ্যও ছড়াচ্ছে তারা। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমি বিষয়টি জানতে পারি। ’
এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ কোনোরূপ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়ে জেলা প্রশাসক বলেন, কারো কাছে এরকম ফোন গেলে যেন আইনের আশ্রয় নেওয়া হয়। আমি বিষয়টি বিটিআরসি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট