বগুড়া জেলার সোনাতলা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত বৃদ্ধার নাম মুঞ্জিলা বেগম। বয়স আনুমানিক ৬০।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে সোনাতলা রেল স্টেশনে নিহত বৃদ্ধা রেল লাইন পার হওয়ার সময় বোনার পাড়া থেকে ছেড়ে আসা সান্তাহার গামী ট্রেনের নিচে পড়ে এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করে।
জানা যায় নিহত বৃদ্ধা পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এর তেলিপাড়া গ্রামের মৃত্য জসিম উদ্দিনের স্ত্রী মুঞ্জিলা বেগম(৬০)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট