ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ২০২২ ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে। মঙ্গলবার রাতে আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে মিসরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। জয়সূচক গোল দুটি করেন রাফায়েল ভেইগা ও এদোয়ার্দো পেরেইরা রদ্রিগেজ। ফাইনালে পালমেইরাসের প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব চেলসি ও সৌদি আরবের আল হিলালের মধ্যকার বিজয়ী দল।
পুরো ম্যাচে মিসরের ক্লাব আল আহলি বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ৫৮ শতাংশ বল দখলের পাশাপাশি ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি আহলি। বিপরীতে ১২টি শটের মধ্যে চারটি শট লক্ষ্যে রাখে পালমেইরাস, সেখানেই পেয়ে যায় দুটি গোল।
ম্যাচের ৩৯ মিনিটে ব্রাজিলিয়ান ক্লাবটিকে এগিয়ে নেন রাফায়েল ভেইগা। এদোয়ার্দো পেরেইরার বাড়ানো বল অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে ডান পায়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পালমেইরাস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড বাড়িয়ে নেয় ব্রাজিলিয়ান ক্লাবটি। ৪৯ মিনিটে রাফায়েল ভেইগার পাস থেকে দুর্দান্ত গোল করেন এদোয়ার্দো পেরেইরা রদ্রিগেজ। মাঝ মাঠে বল পেয়ে ডান দিকে দারুণ রান নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের গতির শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন।
বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি মিসরের ক্লাবটি। উলটো ৮১ মিনিটে দশ জনের দলে পরিণত হয়। পিছন থেকে পালমেইরাসের এক ফুটবলারকে ফাউল করায় ভিএআর চেকে সরাসরি লাল কার্ড দেখেন সদ্য নেশনস কাপের ফাইনাল খেলে আসা মিসরের ডিফেন্ডার আইমান আশরাফ।
দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চেলসি ও আল হিলাল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট