আমরা অনেকেই ‘বায়োলজিক্যাল ক্লক’ সম্পর্কে অবগত আছি। বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী, স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের ক্ষেত্রে বয়সের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।
তবে প্রজনন প্রযুক্তিকে ধন্যবাদ জানাতেই হয়। কারণ সুস্থ স্বাভাবিক সন্তান জন্মদানের ক্ষেত্রে বয়সের উপর নির্ভরতা অনেকটাই কমিয়ে এনেছে এই প্রজনন প্রযুক্তি। এর কল্যাণে এখন অনেকেই ৪০ কিংবা ৫০ বছর বয়সেও বাচ্চা নেওয়ার কথা ভাবতে পারছেন।
আপনার বয়স যদি ৫০ হয় এবং আপনি যদি এই বয়সেও বাচ্চা নেওয়ার কথা চিন্তাভাবনা করেন, কিছু তথ্য জেনে রাখা খুব জরুরি।
শেষ বয়সে বাচ্চা নেওয়ার সুবিধা কী?
অধিকাংশ দম্পতির ২০-৩০ বছরের মধ্যেই সন্তান নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। অনেকেই আবার প্রথম সন্তান জন্ম দেওয়ার পর দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন।