সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন গ্রেপ্তার হয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রাথী হয়ে নির্বাচন করে বিএনপি থেকে বহিষ্কার হয়েও রেহাই পেলেন না তিনি। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র ও বিএনপির থেকে বহিষ্কৃত নেতা বেলাল হোসেনকে উল্লাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, বেলাল হোসেন সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে তার ঘোষগাতী মহল্লায় বাড়িতে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্রে করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় দলই সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ, গত পৌর সভার মেয়র নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে বেলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। এতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট