1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

সালমা শবনমের ধারাবাহিক ভ্রমন কাহিনী

সালমা শবনম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে লেখক।

সেন্টমার্টিন ভ্রমণ

সালমা শবনম

প্রাক কথন-২
অনেক কথা, অনেক জল্পনা-কল্পনা’র পরে ঠিক হলো সেন্টমার্টিন যাওয়া হবে। শারমিন-দোলন কনফার্ম। বাকিরা কেউ কিছুদিন আগে গিয়েছে, কেউ সিলেট হলে যেত, ইত্যাদি।
তখন ডিসেম্বর মাসের মাঝামাঝি। এ্যানী একদিন ফোন দিয়ে বলল, ‘তোমরা সেন্টমার্টিন যাচ্ছো, ইমনকে(এ্যানীর ভাই) বলতে পারো তো.. ওদের রিসোর্টে(নেভাল রিসোর্ট, কোরাল ভিউ রিসোর্ট) বুকিং দিয়ে দেবে…. বলতে হলে একমাস আগে বলতে হবে কিন্তু। যা করবার তাড়াতাড়ি করো।’ (এ্যানী/ শারমিন আমার ছোট্টবেলার বন্ধু) ফলে শারমিন-দোলনের সাথে কথা বলা জরুরী হলো…. এবার আমাদের ভাগ্যটা যেন কিছুতেই সায় দিচ্ছেনা। কারণ শারমিনদেরও যাওয়া হবেনা… হঠাৎ একটা দুঃসংবাদে।
কী আর করা…. আমরাই যাব শুধু সেই সিদ্ধান্তই নিয়ে ফেললাম। ইমনকে ফোন দিলাম জানুয়ারির শুরুর দিকে। ও সব ব্যবস্থা করে ফেলল। ফেব্রুয়ারি চার-পাঁচ দুদিন আমরা থাকব সেন্টমার্টিন। সপ্তাহখানেক বাদে বর্ষা’র ফোন। ওরাও যেতে চায় সেন্টমার্টিন। ফোনটা যেন আনন্দ হয়ে এলো, আসলে গ্রুপে গিয়ে আমাদের এমন অভ্যেস হয়ে গেছে যে, আমরা একা গেলে কেমনজানি পানসে পানসে লাগে সবকিছু (একবার একা গিয়ে খুব শিক্ষা হয়ে গিয়েছিল)। যাহোক আবার ইমনকে ফোন…. ইমন আবার বুকিংটা রিএ্যারান্জ করে দিলো…যদিও তারিখটা ঠিকই থাকল।
এরপর শুরু হলো আমাদের আর বর্ষা-রনি’র কথা-বার্তা, পরিকল্পনা…. আরিফ বাসের টিকেট, শিপের টিকেট, প্লেনের টিকেট কাটে…আর তুমুল আলোচনা চলতে থাকে আমাদের। এক জার্নিতে ট্রেনবাদে প্রায় সমস্ত যানবাহনের স্বাদ!! বিশেষ করে সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাবার জাহাজের সময় নিয়ে তুমুল উত্তেজিত আমরা।
কিন্তু এত উত্তেজনা বোধহয় ঠিক হলোনা। ১৬ জানুয়ারি অরিত্রের জ্বর এলো… সতের তারিখ রাতে আমার…. বহুদিনবাদে জ্বর! তখনই বুঝেছিলাম যা হবার হয়েছে। ১৮ তারিখ হসপিটালে গিয়ে কোভিড স্যাম্পল দিলাম। ১৮ তারিখ বিকেলেই জানতে পেলাম আমি কোভিড পজিটিভ। রাতে অর্জন-অরিত্রের টেস্ট করানো হলো সাইফ-কাজলীর থেকে আনা এ্যান্টিজেন কিট দিয়ে…. তারাও পজিটিভ। শুরু হলো আমাদের আইসোলেশান। বাসার সাহায্যকারী ছুটিতে…. আম্মুকে খুব সাবধানে রাখা হচ্ছে যেহেতু আম্মুর সিকেডি। ফলে আরিফকে একলা সামলাতে হচ্ছিলো সবদিক। সে এক ভয়াবহ ব্যাপার। সেন্টমার্টিন ট্যুর মাথায় উঠল। ষোলকলা পূর্ণ করে আমাদের আইসোলেশানের পঞ্চমদিনে আরিফের মাসলপুল। নড়াচড়া বন্ধ….
ভেবেছিলাম এবারের ট্যুরে শনির দশা লেগেছে…. আর যাওয়া হলোনা….সেন্টমার্টিন!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews