লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শালবনে শিয়ালের কামড়ে বনরক্ষীসহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন ইকো ট্যুরিজম পার্কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শালবন ইকো ট্যুরিজমের বনরক্ষী খায়রুল ইসলাম (৪৫), শালবন এলাকার আ. জলিল (৭০), রমিচা (৫৫), বিনদ চন্দ্র বর্মন (৫৫), জাহানারা বেগমসহ (৫০) ৮ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শালবন ইকো ট্যুরিজম পার্কে গাছে শুকনো পাতা সংগ্রহ করতে যাওয়া স্থানীয় এক নারীর ওপর হঠাৎ করে একটি শিয়াল আক্রমণ করে। তার চিৎকারে বনরক্ষী খায়রুল এগিয়ে এলে তাকেও কামড় দিয়ে আহত করে। তাদের উদ্ধার করতে গেলে ওই শিয়াল একে একে ৮ জনকে কামড় দিয়ে আহত করে। পরে স্থানীয়রা সংঘবদ্ধভাবে ভিতরে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট