1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

৩ মামলার সাজাপ্রাপ্তসহ ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
তিন মামলার সাজাপ্রাপ্তসহ ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস সাত্তার শাহীন। ছবি- অদেখা বিশ্ব

লালমনিরহাটের আদিতমারীতে তিন মামলার সাজাপ্রাপ্তসহ ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস সাত্তার শাহীন (৪১) কে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ভালুকা এলাকা থেকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভেটেশ্বর কুমড়িরহাট গ্রামের আবু তাহেরের ছেলে।
বুধবার (৯ ফেব্রæয়ারি) বিকেলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, আব্দুর সাত্তার শাহীন গাজীপুরে অনুমোদন বিহীন গ্রামো ফার্মাসিটিক্যালস, গ্রামো ফিড লিমিটেড, প্রিমিয়াম ফিড লিমিটেড নামে বিভিন্ন কোম্পানি খুলে দেশের বিভিন্ন জায়গার লোকজনের মালামাল ও অর্থ গ্রহন করে কোটি কোটি টাকা প্রতারণা করে আসছিলো। ২০২১ সালের ৯ মার্চ র‌্যাব, ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে গাজীপুরে অনুমোদন বিহীন ঔষধ কোম্পানিতে অভিযান করে বিপুল পরিমান অবৈধ এনার্জি ড্রিঙ্ক সিরাপ ও ক্যাপসুল ধ্বংস করে মহাব্যবস্থাপক কবির আহমেদ ও হিসাব রক্ষক শিব্বির আহমেদকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করে দেন।
মামলার বিবরণে প্রকাশ, দিনাজপুর জজ কোর্টের দায়রা নং-২২৫৮/১৮ মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৮,৪৭,০০০/-টাকা অর্থদন্ড এবং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নোয়াখালী সিআর নং-৩২৬/০৯ মামলায় এক বছরের সশ্রম কারাদন্ড সহ ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সিআর- ২৮/১৬ (আশুগঞ্জ), সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়া তার বিরুদ্ধে নারায়নগঞ্জ, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, শেরপুর, চট্রগ্রাম, ঢাকা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার বিজ্ঞ আদালতে পেনাল কোড-১৮৬০ এর ৪০৮ ধারা তথা অপরাধম‚লক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎসহ দি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ ধারায় চেক ডিজঅনারের ১৯টি (ঊনিশ) মামলায় গ্রেফতারী পরোয়ানা সম‚হ ইস্যু করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, শাহীন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় তাকে আজ বিকেলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews