নির্বাচন কমিশন গঠনে নামের প্রস্তাব পাঠাতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য এক দিন সময় বাড়ানো হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে নাম পাঠানো যাবে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টিসহ কয়েকটি দল নাম জমা দিয়েছে। আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের শরিক অন্যান্য দল আজ নাম জমা দেবে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগে আগ্রহ প্রকাশ করে আরো অর্ধশতাধিক আবেদন জমা পড়েছে। এ নিয়ে গত তিন দিনে তিন শর বেশি মানুষ ই-মেইলে ও হাতে হাতে আবেদন পাঠান। এর মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, সচিব, যুগ্ম সচিব, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগে দেখা যায়, কর্মকর্তারা বেশ ব্যস্ত সময় পার করছেন। তাঁরা বিভিন্ন আগ্রহী প্রার্থীর আবেদন গ্রহণ করছেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, বিকেল পর্যন্ত ৬০ জন বিশিষ্ট নাগরিককে সার্চ (অনুসন্ধান) কমিটির সঙ্গে বৈঠকের আমন্ত্রণ সংবলিত চিঠি পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে কাল শনিবার ও আগামী রবিবার বৈঠকের কথা রয়েছে।
এর আগে গত বুধবার নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সিইসি ও নির্বাচন কমিশনারের নাম পাঠাতে চিঠি দেওয়া হয়। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, তাঁরা বৃহস্পতিবার ১০ জনের নাম জমা দিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ সিইসি ও নির্বাচন কমিশনার পদে অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করবে। তবে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি আগে থেকেই বলে আসছে, এই অনুসন্ধান কমিটিতে তারা কোনো নাম প্রস্তাব করবে না।বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও সমমনা দলগুলো অনুসন্ধান কমিটিতে নামের তালিকা দিচ্ছে না। এর মধ্যে রয়েছে গণফোরাম, বাংলাদেশ ন্যাপ, কল্যাণ পার্টি, এলডিপি, জেএসডি, মুসলিম লীগ ও ইসলামী আন্দোলন।
বাম দলগুলোর মধ্যে রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদ ও গণসংহতি আন্দোলন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, নাম দেওয়া আনুষ্ঠানিকতা মাত্র। এই কমিটির মাধ্যমে সরকারের অনুগ্রহপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর অনুমোদিত ব্যক্তিদের নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি।
১৪ দলের দুই শরিক জাসদ ও গণতন্ত্রী পার্টি নাম প্রস্তাব করেছে। এর মধ্যে জাসদ ১০ জন ও গণতন্ত্রী পার্টি চারজনের নামের তালিকা দিয়েছে। জোটের অন্য দলগুলোও তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তারা আজ তালিকা সার্চ কমিটির কাছে জমা দেবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট