1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আদালতে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতার মেয়ে ও নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। কুড়িগ্রাম সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান আবেদনটি খারিজ করে দেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদ বাদী হয়ে সদর আমলী আদালতে এই পিটিশন দাখিল করেন। আবেদনে ডা. মুরাদ ছাড়াও মহির উদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ ও সাক্ষ্য গ্রহণের আবেদন করা হয়। কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান বাদীর আবেদনটি পেন্ডিং রেখে দেন।

মামলার আবেদন সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে গত ১ ডিসেম্বর ২০২১ তারিখে অপর অভিযুক্ত মহির উদ্দিন হেলাল নাহিদকে একটি সাক্ষাৎকার প্রদান করেন; যা পরবর্তীতে মুরাদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ ও প্রচার করেন।

প্রচারিত ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে বিএনপির এক শীর্ষ নেতার মেয়ে সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেন। এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচার করে আসামিরা দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে অপরাধ করেছেন।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, মামলার সারবস্তু না থাকায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews