পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম এক সময় ফুটবল খেলতেন। সেই টানেই সরকারি কাজে এসেও বোদা উপজেলা ফুটবল একাডেমীর খেলোয়ারদের অনুশীলনে নেমে পড়লেন। প্রায় আধাঘন্টা অনুশীলন করিয়েছেন তিনি। এ বিষয়ে বোদা নারী ফুটবল দলের খেলোয়ার মোনালিসা আক্তার আইরিন তার ফেসবুকে ওয়ালে লেখেন-
ক্রীড়াবান্ধব ডিসি আসলেন নিজেই খেলোয়াড়দের ফুটবল প্যাকটিস করালেন, মন জয় করে নিলেন।
প্রতিদিনের ন্যায় জেলার সুনামধন্য একাডেমি বোদা উপজেলা ফুটবল একাডেমীর হোম ভেন্যু পাথরাজ সরকারি কলেজ মাঠে প্যাকটিস করছিল বোদা উপজেলা ফুটবল একাডেমির ছেলে ও মেয়ে খেলোয়াড়েরা। হঠাৎ মাঠে এসে হাজির হন ক্রীড়া প্রেমি পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম । এসেই খেলোয়াড়দের অনুশীলন শুরু করে দেন তিনি। এ যেন বিদ্যুৎ না চমকাতে বৃষ্টি। একজন জেলা প্রশাসক প্রায় আধাঘন্টা মাঠে ছেলে মেয়েদের নিজেই অনুশীলন করালেন। একজন ফুটবল প্রেমির পক্ষেই যা সম্ভব। তিনি একাডেমির খেলোয়াদের দিকনির্দেশনা দেন ও একাডেমির খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন তার অবিশ্বাস্য ফুটবল স্কিল এর সঙ্গে দূরত্ব ফিনিশিং দক্ষতা ছিল। জেলা পর্যায়ে প্রশাসনের সর্ব্বোচ্চ পর্যায়ে থাকলেও ফুটবলের প্রতি সেই টান কিন্তুু ঠিকই রয়ে গেছে। কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসক জনাব জহুরুল ইসলাম মহোদয়ের প্রতি তার মূল্যবান সময় আমাদের একাডেমিকে দেওয়ার জন্য।