ঠাকুরগাঁওয়ে একটি জুয়েলারি দোকানে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড গড়েয়া রোডে ‘ঘোষ জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা ভেঙে ২০ ভরি সোনা, ১৫০ ভরি রম্নপা, দুই লাখ টাকা নিয়ে গেছে।
ঘোষ জুয়েলার্সের স্বত্তাধিকারী সুমন ঘোষ ওরফে পার্থ অভিযোগ করেন, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তাঁর দোকানে চুরি হয়েছে।
তিনি এসে দেখেন, দোকানের দুটি লোহার কেচি গেট খোলা ও গেটের তালা কাটা অবস্থায় পড়ে রয়েছে। একদল দুর্বৃত্ত দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় ২০ ভরি সোনা, ১৫০ ভরি রম্নপা, দুই লাখ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট