শুধু অ্যাপ নির্মাতাদের লক্ষ্য করেই গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে। এবারের সংস্করণের নাম ’তিরামিসু’। অ্যানড্রয়েড ১৩ ডেভেলাপার প্রিভিউ ডাউনলোড করা যাচ্ছে পিক্সেল ৪ বা তদুর্ধ্ব সিরিজের ফোনগুলোতে। নতুন ফিচার, ইন্টারফেস আপডেটের দেখা তেমন নেই, অ্যানড্রয়েড ১৩-এর পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসার আগেই যাতে অ্যাপ নির্মাতারা এটির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন সেজন্যই এটি প্রকাশ করা হয়েছে। গুগলের ইন্টারফেস ডিজাইন ‘ম্যাটেরিয়াল ইউ’-এর জন্য নতুন ফিচার অ্যাডাপ্টিভ কালারের দেখা অবশ্য এর মধ্যেই মিলেছে। হোমস্ক্রিন ওয়ালপেপারের রং অনুযায়ী শুধু ইন্টারফেসের কিছু অংশ নয়, বরং এবার আইকন থেকে শুরু করে পুরো সিস্টেমের প্রতিটি অংশের রং নিজ থেকেই বদলে যাবে। এর সঙ্গে দেখা মিলেছে নতুন ফিচার আনপাবলিশের, যার মাধ্যমে ব্যবহারকারীরা গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওর কোনগুলো কোন অ্যাপ ব্যবহার করতে পারবে সেটা করা যাবে বাছাই। আরও নতুন ফিচার আগামীর আপডেটগুলোতে যোগ করার কথা রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট