পাবনার ঈশ্বরদীতে জন্মনিবন্ধনে নানা ত্রুটি-বিচ্যুতির কারণে শিক্ষার্থীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
গত কয়েকদিন থেকে ঈশ্বরদী পৌরসভায় গিয়ে দেখা গেছে, সেখানে শিক্ষার্থী ও সাথে তাদের বাবা-মা অভিভাবকরা ঘন্টার পর ঘন্টা ত্রুটি পূর্ণ জন্মনিবন্ধন সনদ সংশোধনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সংশোধনের কোন দায়িত্ব না নিয়ে শিক্ষার্থীদের পাবনায় পাঠিয়ে দিচ্ছে। একজন শিক্ষার্থীর অভিভাবক মোঃ কামাল হোসেন জানান, পাবনাতে গিয়ে তারা ফিরে এসেছে। সেখানকার কর্তৃপক্ষ মৌখিক ভাবে এ ব্যাপারে মামলা করার পরামর্শ দিয়ে অপেক্ষামান শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদায় করে দিয়েছে। এভাবে বেশ কয়েকদিন থেকে শিক্ষার্থীরা তাদের ত্রুটিপূর্ণ নিবন্ধন সনদ সংশোধনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে দৌড়িয়ে বেড়াচ্ছে। এদের মধ্য থেকে প্রভাবশালী শিক্ষার্থীদের অভিভাবকরা কিছু নজরানা দিয়ে সনদপত্র সংশোধন করে নিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে এই সংবাদদাতাকে জানান। অপরদিকে এই সংক্রান্ত জেলা কর্মকর্তা মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট