পাবনার ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে পাবনাসহ পাশ্র্বর্তী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক প্রতিনিধি শহরের পোস্টঅফিস মোড়স্থ প্যাভিলিয়নে সমবেত হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরউদ্দিন শফি কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা নিজ নিজ এলাকার সংবাদ প্রেরণে নানা সমস্যা ও সংকটের চিত্র এ সভায় উল্লেখ করেন। সকল সংকটকে পিছনে ফেলে সততা ও মূল্যবোধের চর্চার মধ্যদিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্ণিমাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহবান জানান পত্রিকার সিনিয়র সাংবাদিকরা। পরে স্থানীয় সুধীজনদের সাথে দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার পরিবারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব মোর্শেদ খাঁন জেম। সাংবাদিক স্বপন কুমার কুন্ডু, এসএম রাজা, তৌহিদ আক্তার পান্না প্রমূখ। পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরউদ্দিন শফি কাজল এ সংবাদদাতাকে জানান, হলুদ সাংবাদিকরা সত্যনিষ্ঠ প্রকাশে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। শত বাঁধা এবং চোখরাঙানিকে উপেক্ষা করে দৈনিক স্বতঃকন্ঠ সন্মুখে এগিয়ে চলেছে। স্বতঃকন্ঠের এই যাত্রা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়কন্ঠে মন্তব্য করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট