জর্জিনা রদ্রিগেজের গল্প প্রায় রূপকথার মতোই। এই স্প্যানিশ মডেল কাজ করতেন স্পেনের মাদ্রিদে। ফ্যাশন হাউস গুচির শোরুমে কাজের সূত্রেই পরিচয় ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে।
২০১৬ সালে দুনিয়ার অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে যখন পরিচয়, রোনালদো তখন খেলতেন রিয়াল মাদ্রিদের হয়ে।পরিচয় থেকে প্রেম। ২০১৭ সাল থেকে তারা রয়েছেন একসঙ্গে। চার বছর বয়সী সন্তানও আছে তাদের। ফের মা হতে যাচ্ছেন জর্জিনা। এই জুটির যমজ সন্তানের জন্ম হওয়ার কথা এপ্রিলে। জর্জিয়ানার গল্প নিয়ে নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আই অ্যাম জর্জিয়ানা’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৭ জানুয়ারি। মুক্তির পরেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায় ছয় পর্বের শোটি। যে কারণে শোটির দ্বিতীয় সিজনও নিশ্চিত করেছে নেটফ্লিক্স। এ নিয়ে স্ট্রিমিং জায়ান্ট আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন সূত্র জানিয়েছে, দুই পক্ষই চুক্তির কাগজপত্রে স্বাক্ষর করেছে। প্রথম সিজন ছিল মূলত জর্জিয়ানার গল্প, রোনালদোর উপস্থিতি ছিল কম। দ্বিতীয় সিজনে তাঁর উপস্থিতি আরো বেশি থাকবে। সঙ্গে এপ্রিলে তাদের যমজ সন্তান জন্ম নিলে তাদেরও দেখা যাবে নতুন সিজনে। এ ছাড়া রোনালদো এখন খেলছেন নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। যুক্তরাজ্যে তাদের দিনকাল কেমন কাটছে সে খবরও থাকবে নতুন সিজনে।
এ তথ্যচিত্র সম্পর্কে এক বিবৃতিতে জর্জিনা বলেন, ‘পাঁচ বছর আগে আমার জীবন হঠাৎ বদলে যায়। সেই জীবন দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আনন্দিত। ’
রোনালদো বলেন, ‘জর্জিনা হলো সেই মেয়ে, যার প্রেমে আমি পুরোপুরি হারিয়ে গেছি। ’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট