1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত প্রশিক্ষণ পেয়ে জীবন বদলে গেছে আমিনার ও মারুফা দম্পতির ঢাকায় আইএলও কনভেনশন অনুস্বাক্ষর বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা বগুড়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ ময়মনসিংহে ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা

ইসি গঠনে এম সাখাওয়াত হোসেন দলের প্রস্তাব নেওয়ার বিপক্ষে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন স্বাধীন নির্বাচন কমিশন প্রশ্নে রাজনৈতিক দলের প্রস্তাব নেওয়ার ক্ষেত্রে আপত্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি স্বাধীন নির্বাচনের কথা বলেন তাহলে দলের প্রস্তাব নিতে আমার আপত্তি আছে। কোনো দলের প্রস্তাব আমি নিতে চাই না। ’

আজ রবিবার নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নির্বাচন বাছাই নিয়ে অনুষ্ঠিত অনুসন্ধান কিমিটির সাথে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

রবিবার বিকেল সোয়া ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ বৈঠক বসে। শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়। প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি কোনো প্রস্তাব দিইনি। আমি কতগুলো মত দিয়েছি। মতটি হলো, সার্চ কমিটি করুন, ৪০০ বা ৫০০ লোক বের করুন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। মানুষের কোনো বিশ্বাস নেই। এই বিশ্বাস ফিরিয়ে আনতে যে লোকগুলোর প্রয়োজন তাদেরকে সার্চ করুন। যার দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই সাহস তারা রাখেন, সেই ধরনের লোক খুঁজে বের করুন। ‘

তিনি বলেন, ‘আগামী নির্বাচন যদি আগের মতো হয় আমরা বাংলাদেশিরা একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। কাজেই রাজনীতির যত খেলাই হোক না কেন, নির্বাচন যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য না হবে দেশে এবং বিদেশে আমাদের সমস্যা আছে। এগুলো মাথায় রেখে কে কী নাম দিয়েছে সেটা বড় কথা নয়। শেষ কথা বলেছি, নির্বাচন কমিশনে যারা আসবেন, তাদের মনে রাখতে হবে, তাদের অনুরাগে এই সংস্থাকে ধরতে হবে। এবং এই সংস্থার যা করণীয় তা-ই করবেন। ‘

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে সর্বজনগ্রহণযোগ্য। আমি বলছি না শতভাগ গ্রহণযোগ্য হতে হবে। শতভাগ গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয় না। নির্বাচন হতে হবে যারা ভোট দিচ্ছে, ভোট দিতে পারছে বা ভোট দিতে পারবে, তাদের মতামতের যাতে প্রতিফলন ঘটে। ‘

নাম প্রস্তাবকারী রাজনৈতিক দলের নাম প্রকাশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সংবিধানে বলা আছে স্বাধীন নির্বাচন কমিশন। এখানে বলা নেই দলীয়ভিত্তিক নির্বাচন কমিশন। বিশ্বে তিন-চার রকমের নির্বাচন কমিশন আছে। দলীয়ভিত্তিক আছে, সরকারি নির্বাচন কমিশন আছে, স্বাধীন নির্বাচন কমিশন আছে। এখানে কোনো দল যদি নাম দিয়ে থাকে, তিনি যত ভালো ব্যক্তিই হন না কেন, তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি হতে পারেন, ভালো ব্যক্তি হতে পারেন, অথবা তার চাইতে সৎ ব্যক্তি কেউ নেই, তার ওপরে দলের লেভেল পড়ে যাবে। যেটা আমরা গত নির্বাচন কমিশনে দেখেছি। ‘

তাহলে কি প্রস্তাবকারী দলের নাম প্রকাশের প্রয়োজন মনে করছেন না, এমন প্রশ্নে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি তা-ই মনে করি। তবে যতগুলো নাম দিয়েছে সবগুলো নাম প্রকাশ করা হোক। আর যদি স্বাধীন নির্বাচনের কথা বলেন তাহলে দলের প্রস্তাব নিতে আমার আপত্তি আছে। কোনো দলের প্রস্তাব আমি নিতে চাই না। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews