নেত্রকোনা জেলার মদনে পরপর চার ডোজ টিকা নেওয়া আদিবা বিনতে আজিজ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। জ্বর ও মাথা ব্যথা নিয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসায় অবস্থান করছে । আদিবা অসুস্থ হওয়ায় আতঙ্কে আছে তার পরিবার।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত নার্সকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
আদিবা বিনতে আজিজ সুস্থ আছে দাবি করে মদন উপজেলা স্বাস্থ্য কমপেক্স কর্তৃপক্ষ জানায়, বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।
আদিবা বলেন, ‘শনিবার সকালে আমি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে যাই। হাসপাতাল কক্ষের ভেতরে গেলে টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মুঠোফোনে কথা বলতে বলতে আমাকে টিকা দেন। পরপর আমাকে চারটি টিকা দেওয়া হয়। একজনকে কয়টি টিকা দেওয়া হয় এমন প্রশ্ন করলে তিনি ফোন রেখে আমার দিকে তাকিয়ে থাকেন। আমাকে তো আপনি চারটি টিকা দিলেন- এই কথা বলার পরেও মুঠোফোনে কথা বলতে বলতে তিনি আমাকে বাসায় চলে যেতে বলেন। ‘
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘মেয়েকে পরপর চার ডোজ টিকা দেওয়ার পর হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে বিষয়টি অবগত করি। তিনি উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করে বলেন, আপনি যা পারেন করেন। ‘
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘আদিবা সুস্থ আছে। একজন শিক্ষার্থীকে একসঙ্গে চার ডোজ ঠিকা দেওয়া সম্ভব না। তবু আমরা সার্বক্ষণিক তার খোঁজ রাখছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ‘
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট