লালমনিরহাটে ১৩জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ভার্চুয়ালী এ সন্মাননা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন । লালমনিরহাট জেলা প্রশাসক কাযালয়ে ভার্চুয়ালী এ সন্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলায় সম্মাননা প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধারা হলেন মোছা: রশিদা বেগম, সাজেদা খাতুন, মোছা: ফিরোজা চৌধুরী, শামিমা বেগম, শ্রীমতি শেফালী, মোছা: মোসলেহা বেগম,জ্ঞানবালা, রেজিয়া, মমেনা, মোছা: সালেহা বেগম, মোছা: খতিনা বেগম,মনোয়ারা বেগম ও আমিচা বেগম। নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট