কর্ণাটকের একটি সরকারি কলেজের অধ্যক্ষ বুধবার আদালতের অন্তর্বর্তী আদেশ উদ্ধৃত করে হিজাব পড়া শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেন। তবে ওই শিক্ষার্থীরা জোর করে ভেতরে ঢুকে প্রতিবাদ জানায়। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায়বিচার চাই) বলে স্লোগান দেয় এবং ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে।
কর্ণাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের বিষয়ে শুনানির মধ্যে এ ঘটনা ঘটল।
উত্তর কর্ণাটকের বিজয়পুরার সরকারি কলেজ এতদিন হিজাব পরার অনুমতি দিলেও আজ বুধবার হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে দেয়নি ৷ কলেজ প্রশাসন যুক্তি দেন, তারা আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অনুসরণ করছেন মাত্র।
আপাতত শ্রেণীকক্ষে কোনও ধর্মীয় পোশাকের অনুমতি দেওয়া হবে না- এই শর্তে আদালত রাজ্যের স্কুল এবং কলেজগুলো আবার খোলার অনুমতি দিয়েছিল। অন্যদিকে কলেজটির শিক্ষার্থীদের বক্তব্য, কলেজ তাদের জানায়নি যে হিজাব বা বোরখা পরতে দেওয়া হবে না।
একটি ভিডিওতে দেখা যায়, হিজাব বা বোরকা পরে শ্রেণীকক্ষে প্রবেশ করা কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষের তর্ক হচ্ছে। শিক্ষকরা তাদের আদালতের আদেশ মেনে চলতে বলছেন।
তর্কাতর্কির পর ওই শিক্ষার্থীদের কলেজের ভেতরে একটি আলাদা জায়গায় হিজাব ও বোরখা খুলে রেখে ক্লাসরুমে প্রবেশ করতে দেওয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট