রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস ও অফিস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি এক সভায় ক্লাস বন্ধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট