ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় স্বেচ্ছাসেবি প্লাটফর্ম জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির পক্ষ থেকে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কাশেম, শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমদ, জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, সদস্য সচিব মোঃ শাখাওয়াত হোসেন, আইইডির প্রোগ্রাম অর্গানাইজার সুবর্ণা দাস,লুৎফন নাহার লিজা। নিম্ন আয়ের মানুষদের মধ্যে সবচাইতে অবহেলিত হরিজন নারী পুরুষদের পাশাপাশি ছিন্নমূল মানুষের মাঝেও কম্বল প্রদান করা হয়। জনউদ্যোগের মাধ্যমে সরকারি কম্বল পেয়ে অসহায় দরিদ্র মানুষগুলো খুবই উপকৃত হয়েছে। জনউদ্যোগ প্লাটফর্ম ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী প্লাটফর্ম হিসেবে জনগণের কল্যাণে কাজ করে আসছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট