বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইয়াং টাইগাস অনুদ্ধ-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে।গতকাল বৃহস্পতিবার পাবনা ভেন্যুতে ফাইনাল খেলায় লালমনিরহাট দল ৯ রানে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে জোনাল চ্যাম্পিয়ন হন।প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি দল অংশ নেয়।নিধারিত ৫০ ওভারের খেলায় লালমনিরহাট দল প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে।জবারে দিনাজপুর দল সবকটি উইকেট হারিয়ে ২১৮রান সংগ্রহ করে। এতে লালমনিরহাট দল ৯ রানে জয়ী হয়ে জোনাল চ্যাম্পিয়ন হয়।লালমনিরহাট দলের ক্যাপ্টেন সাব্বির ভুইয়া ইশতিক ১০০ ও আপন শেখ আশিক ৬৬ রান করে নট আউট থাকে।লালমনিরহাট দলের ক্যাপ্টন ইশতিক ম্যান অব দ্যা ফাইনাল নিবাচিত হন। শুক্রবার দুপুরে পাবনা থেকে চ্যাম্পিয়ন হয়ে দলটি লালমনিরহাট এসে পৌছলে জেলা ক্রীড়া সংস্থার কমকতারা তাদের ফুলের শুভেচ্ছা জানান।পরে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু হায়াদ খন্দকার লেনিন,ক্রীড়া সংস্থার সদস্য, ভলিবল সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,ক্রিকেট কোচ নিকেল,জ্যাকব,লরেন্স দাস লিটন,অভিভাবক আলেয়া ফেরদৌস লাকী,বকুল,,মিলুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট