সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা হল কবিতা। কবিতা হল কবির সৌন্দর্য্যভাবনার বহিঃপ্রকাশ বা কবির বাস্তবতাবোধের উন্মোচন ঘটায়। পাশা পাশি কবিতা হল কবি মনে স্থিত ভাব ও ভালোবাসার জাগরণ।
কবিতা মানুষকে ভালবাসতে শেখায়, প্রতিবাদী হতে সাহায্য করে। কবিতা মানুষকে নির্মল আনন্দ দান করে।কবিতা কবির শিক্ষা, সংস্কৃতি, চেতনার পরিচয় প্রদান করে।কবিতা পাঠে মন-প্রাণ সমৃদ্ধ হয়।কবিতা রচনা করলে প্রজননের স্বাদ পাওয়া যায়। আবার কবিতাই মানুষকে তার অনিবার্য সত্যের পথে ধাবিত করতে সাহায্য করে।
জন্ম থেকে মৃত্যু অবধি এই একমুখী পথে আমরা সকলেই অগ্রসরমান। মৃত্যু এক অনিবার্য সত্য। ‘নিলাম্বরী মন যাই যাই করে’ কাব্যগ্রন্থের প্রায় প্রতিটি কবিতায় মৃত্যু নামে এক অনিবার্য গন্তব্যের কথাই কবি স্মরণ করে দিয়েছেন। প্রতিটি কবিতায় শব্দ চয়নে কবি যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়েছেন। এ প্রজন্মের কবি পান্না আহমেদ এর কাব্যগ্রন্থ নীলাম্বরী মন যাই যাই করে ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করা যায়। এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ এবং চতুর্থ প্রকাশিত গ্রন্থ।
প্রকাশক সাঈদ আহমাদ এর তত্ত্বাবধানে উৎসব প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আহমেদ জহির। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী প্রান্তে স্টল নং ৩২২-৩২৩ বাংলার প্রকাশনে বইটি পাওয়া যাচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট