1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি – পরিবেশ উপদেষ্টা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জনগণই মুখ্য ভূমিকা রাখবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনুমানিক ৩ কোটি টাকার জমি উদ্ধার নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিতে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে– পরিবেশ উপদেষ্টা সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত সোনাতলায় ১৮কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি প্রকৌশল শিক্ষার্থীদের বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
বিপিএল চাম্পিয়ন কুমিল্লা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনেকদিন পর গর্জে উঠল দর্শক। দেখা গেল আনন্দের ফোয়ারা। মাঠে চরম উত্তেজনা। ম্যাচ বারবার ভিন্ন ভিন্ন দিকে হেলে পড়ছিল।

সবার আশা ছিল বড় স্কোর হবে। তবে ফরচুন বরিশালের বোলারদের সৌজন্যে তা হয়নি। মাঝারি স্কোরিং ম্যাচেও শেরে বাংলায় ফাইনাল হলো ফাইনালের মতোই। উত্তেজনা ছড়ানো ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ম বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১ রানের রুদ্ধশ্বাস জয়ে সাকিবের বরিশালকে তারা হতাশার সাগরে ডোবাল। দুর্দান্ত অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা সুনিল নারাইন।

রান তাড়ায় নেমে নড়বড়ে শুরু করেন ফরচুন বরিশালের দুই ওপেনার ক্রিস গেইল আর মুনিম শাহরিয়ার। মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভার থেকে আসে মাত্র ৪ রান। সবগুলোই এক্সট্রা খাত থেকে। ৭ বল খেলে মুনিমের নামের পাশে ০ রান! শহীদুলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি কবজির মোচরে ঘুরিয়ে প্রথম রানটি নেন ক্রিস গেইল। পরের বলেই মিড অনে ডু প্লেসিসের তালুবন্দি হন ৭ বল খেলে কোনো রান না পাওয়া মুনিম। তিনে নেমে আগ্রাসী মেজাজে দেখা দেন সৈকত আলী। তার ব্যাট থেকেই আসে প্রথম বাউন্ডারি। দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। মাত্র ২৬ বলে ফিফটি পূরণ করেন সৈকত। তার ৩৪ বলে ১১ চার ১ ছক্কায় ৫৮ রানের ইনিংসটি থামে তানভীর ইসলামের বলে ইমরুল কায়েসের তালুবন্দি হয়ে। এর সাথে ক্রিস গেইলের সঙ্গে তার ৫১ বলে ৭৪ রানের জুটির অবসান হয়।

উইকেটে আসেন নুরুল হাসান সোহান। ৩১ বলে ১ চার ২ ছক্কায় ৩৩ করা ক্রিস গেইলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তার স্বদেশি সুনিল নারাইন। নুরুলের সঙ্গী হন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ বলে ৭ রান করে মুস্তাফিজের অসাধারণ এক ক্যাচে ফিরে যান। বোলার ছিলেন তানভীর ইসলাম। ২১ বলে দরকার যখন ১৯, আরিফুলের সরাসরি থ্রুতে রান-আউট হয়ে গেলেন নুরুল হাসান সোহান (১৪)। ব্যাট ওপরে ছুড়ে মেরে রাগে গজগজ করতে করতে তিনি মাঠ ছাড়েন। ম্যাচে ছড়ায় উত্তেজনা। বরিশালের আশা-ভরসার প্রতীক হয়ে শান্তর সঙ্গী হন ব্র্যাভো।

কিন্তু তার স্বদেশি সুনিল নারাইন তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ১ রানে। ১৮তম ওভারে মাত্র ২ রান দেন নারাইন। শেষ ১২ বলে দরকার ছিল ১৬ রান। আক্রমণে মুস্তাফিজ। প্রথম বল ডট দিয়ে দ্বিতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন ১৫ বলে ১২ করা শান্তকে। ওভার থেকে আসে ৬ রান। শেষ ওভারে ১০ রান আটকানোর দায়িত্ব পান শহীদুল। উইকেটে তৌহিদ হৃদয় আর মুজিব উর রহমান। পঞ্চম বলে হৃদয়ের ক্যাচ ছাড়েন তানভীর। ওই বলে আসে ২। শেষ বলে দরকার হয় ৩ রান। ওই বল থেকে ১ রান আসে। ইমরুলের থ্রোয়ে রান-আউটও হয়ে যান মুজিব। ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২টি করে উইকেট নেন তানভীর ইসলাম আর সুনিল নারাইন।

এর আগে বিপিএলের গ্র্যান্ড ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫১ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যারিবীয় অল-রাউন্ডার সুনিল নারিন আজও শুরু থেকে ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রথম ওভারের শেষ তিন বলে মুজিব উর রহমানকে দুটি ছক্কা আর একটি বাউন্ডারি মারেন। অন্যদিকে লিটন দাস ছিলেন নিষ্প্রভ। ৬ বলে ৪ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে যান এই ওপেনার। এর সঙ্গেই ভাঙে ১৮ বলে ৪০ রানের ওপেনিং জুটি। এরপর সুনিল নারিন বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২১ বলে তুলে নেন ফিফটি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews