1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

একসাথে বরিশাল মেডিকেলের ৯ চিকিৎসককে বদলি

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

দীর্ঘদিন থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। সেই সংকট আরও মহা সংকটে পরিণত হয়েছে হাসপাতালের ৯ চিকিৎসকের বদলির কারণে।

গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পারসোনেল-৩) এ এফ এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একযোগে হাসপাতালের ৯ চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়। পদোন্নতি জনিত কারণে বদলি করা হলেও তাদের স্থলে এখনো কাউকে পদায়ন করা হয়নি। ফলে হাসপাতালে চিকিৎসক সংকট তীব্র হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫০০ শয্যার হাসপাতালে বর্তমানে দেড় সহস্রাধিক রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন গড়ে হাসপাতালে ৩০০ থেকে ৪০০ জন রোগী ভর্তি হন। এছাড়া প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২ থেকে ৩ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।

বিপুল সংখ্যক এ রোগীদের সেবায় গত সপ্তাহ পর্যন্ত চিকিৎসক ছিলেন মাত্র ১২১ জন। বদলির আদেশের পর বর্তমানে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১২ জনে। এতে করে কর্মরত চিকিৎসকরা রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ১৮৯টি। বিপরীতে বর্তমানে চিকিৎসকের সংখ্যা ১১২ জন।  চিকিৎসক সংকটের বিষয়টি আগেই মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। এরই মধ্যে ৯ জন চিকিৎসককে বদলি করা হলো। এতে কিছুটা হলেও সংকট বেড়েছে। পাশাপাশি রোগীদের সেবাও কিছুটা ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, এ অবস্থা নিরসনে ৯ জন চিকিৎসকের বদলি পুনর্বিবেচনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। এরই মধ্যে দুজন চিকিৎসক বদলি পুনর্বিবেচনার আবেদন করেছেন। বাকিরাও আবেদন করবেন। আশা করছি তাদের বদলি পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর বা এখানে খালি পদে চিকিৎসক পদায়নে মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews