ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের কোর্ট রিপোর্টার মো. আনোয়ারুল কবীর বাবুল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার মো. রুবেল হাওলাদার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক আলোকিত বাংলাদেশের রায়হান মোর্শেদ, সহ সভাপতি এনটিভি অনলাইনের কোর্ট রিপোর্টার শুভ্র সিনহা রায় রনি, সিনিয়র সহসাধারণ পদে বাংলা ট্রিবিউনের মো. সানাউল ইসলাম টিপু নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসাধারণ সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতির মিজানুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক পুনরুত্থানের মাহবুব হাসান রানা, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক আজকের সংবাদের মো. আজিজুর রহমান শাহ। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- এ কে এম খায়রুল কবীর, মো. হাফিজউদ্দিন, মো. রবিউল ইসলাম রবি ও মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বিপ্লব।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনারে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় অপর দুই কমিশনার সরদার নজরুল ইসলাম ও আসাদুজ্জামান খান রচি উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাচনের পর অ্যাসোসিয়েশনের পাঁচজন উপদেষ্টার নাম ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কবীর বাবুল। তারা হলেন- সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম মঞ্জু, চৈতন্য চন্দ্র হালদার, আশরাফ-উল-আলম ও আবুল কালাম আজাদ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট