একুশে ফেব্রুয়ারি
-শামসুন নাহার
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা,
তারা দিয়েছেন ভাষার জন্য প্রাণ,
অসম সাহসী সে ভাষার দাবী চির অম্লান,
তাদের বীর গাঁথায় আজ আমরা গাই গান,
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?”
তাই যদি হয় বাঙ্গালী কাজে দাও তার প্রমাণ,
বাক স্বাধীনতা আজো কেন খুঁজে মুক্তির সন্ধান?
গণতান্ত্রিক আইনের শাসন কেনো স্বপ্নের উপাখ্যান?
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি করছে কেনো
প্রতিদিন সাধারণের সীমাহীন কষ্টের নীরব বয়ান?
২১শে ফেব্রুয়ারী ২০২২ সাল থেকে শুরু হোক,
এক নতুন আলোকিত ভোরের আহবান।
সময় এসেছে দেবার শহীদদের রক্তের প্রতিদান।