লালমনিরহাটে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার বিকেলে অসময়ে শুরু হয় এ শিলাবৃষ্টি। ঘন্টাব্যাপি এ শিলাবৃষ্টির কারনে ভুট্রা, তামাক, আলু, গম, আম, লিচুসহ শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়,আজ বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ ,আদিতমারী ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় দিয়ে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে গম, ভুট্টা,তামাক,আলু, আম, লিচুসহ বিভিন্ন শাক সবজি চাষীদের ব্যাপক ক্ষতি হবে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ শামীম আশরাফ জানান,শিলাবৃষ্টিতে কি পরিমান ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরুপনে কৃষিবিভাগ কাজ করছে আগামীকাল সেটি জানা যাবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট