আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে প্রভাতফেরি ও পুষ্পমাল্য অর্পণ শেষে ছাত্র ইউনিয়ন বগুড়ার উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও পরিচালনা করেন কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান।
আলোচনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সভাপতি নাদিম মাহমুদ, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক সাগর পারভেজ প্রমুখ।
আলোচনায় বক্তারা সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার চালুকরণ, অপরাপর জাতিসত্তার লোকজনের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থাকরণ, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি এবং বগুড়ায় আমিনুল হক দুলালের নকশাকৃত শহীদ মিনারের আদলে গড়া শহীদ মিনার পুনঃনির্মানের দাবি জানান।