রাজধানীর নীলক্ষেতে বাকুশাহ মার্কেটের বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। মার্কেটে আগুনকে কেন্দ্র করে প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় করে।
কিছুক্ষণ পরপর পুলিশ এবং ফায়ার সার্ভিস তাদের সরিয়ে দিলেও ফের জড়ো হন তারা। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়। আগুন লাগার পর অনেক বই বিক্রেতা দোকান থেকে তাদের বই বের করে নিয়ে আসতে পারলেও অধিকাংকই পারেননি।
আগুনের সূত্রপাত কিভাবে সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কোনো তথ্য না পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট