জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জি এম কাদের) বলেছেন, দেশের মানুষকে নির্বাচনমুখী করাই এখন বড় চ্যালেঞ্জ। নির্বাচন ব্যবস্থা বলতে গেলে ভেঙে পড়েছে। মানুষ ভোটের ওপর আস্থা হারিয়েছে, কেউ ভোটকেন্দ্রে যেতে চায় না। মানুষ এখন উৎসমুখর নির্বাচন দেখতে চায়। সে জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন।
আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন পিএসসি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট