রুশ হামলায় আতঙ্কিত ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকযুদ্ধের সময় ‘ক্রসফায়ারে’ ছয় বছরের এক ছেলের মৃত্যু হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটি রাশিয়ার আগ্রাসনে ঝরে যাওয়া সবচেয়ে কম বয়সী। গত রাতে কিয়েভে সংঘর্ষে আরো অনেকেই আহত হয়েছে।
রুশ হামলার জেরে ইউক্রেন ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। রুশ ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং বন্দুক হামলা থেকে বাঁচতে অন্তত এক লাখ ২০ হাজার ইউক্রেনীয় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বেশিরভাগই পশ্চিমের শহরগুলোতে পালিয়ে গেছে। তবে ইউক্রেনের সীমান্ত পার হয়েও অনেকে পালিয়ে গেছে। তারা পোল্যান্ডে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট