দুর্নীতি দমন কমিশনের (দুদক) অপসারিত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চৌধুরী চাকরি ফিরে পেতে কমিশনে আবেদন করেছেন। আজ রবিবার সকালে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনটি করেন তিনি।
শরীফ উদ্দিন নিজেই কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আবেদন করেছি।
আশা করছি, রাষ্ট্রের কাছে সুবিচার পাব। ’ তিনি বলেন, ‘আমি দেশের জন্যই কাজ করছিলাম। আমি আশা করি, আমাকে চাকরিতে পুনর্বহাল করা হবে। ’
বেশ কিছু অনিয়মের অভিযোগের তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি শরীফকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট