রাজশাহী জেলার গোদাগাড়ীতে আদিবাসী পরিবারের মাঝে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য সহায়তা প্রদান করল গণস্বাক্ষরতা অভিযান এবং পরিবর্তন।
সোমবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের ইদুলপুর হাইস্কুল মাঠে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান ও পরিবর্তন এর আয়োজনে ৮৫০ টি পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়। জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আদিবাসী নেত্রী কসতানতিনা হাসতা, পরিবর্তন এর প্রকল্প সমন্বয়কারী হাসিবুল হাসান পল্লব, মাহামুদ উন নবী।

ইদুলপুর হাইস্কুল মাঠে আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে গণসাক্ষরতা অভিযান ও পরিবর্তন। ছবি- সিজুল ইসলাম
গণসাক্ষরতা অভিযান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট এবং সুনামগঞ্জে কোভিড-১৯ এর আঘাতে ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আদিবাসী, ট্রান্সজেন্ডার, সংস্কৃতিকর্মী, বেদে, জেলে, বিধবা, তালাকপ্রাপ্ত, নারী প্রধান পরিবার, বস্তির বাসিন্দা, ভূমিহীন এবং প্রতিবন্ধী ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দিচ্ছে। এ কর্মসূচির আজ ছিল প্রথম দিন। প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, পাঁচ কেজি ডাল, তিন কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ এবং এক লিটার তেল রয়েছে। আগামীকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর এবং নাচোলে ৮০০ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হবে।