1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শিল্পপতি রিপনের আর্থিক অনুদান প্রদান মন্ত্রণালয়ের আশ্বাসে ১৬ ‍দিন পর আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটো পর্নগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার সোনাতলায় বিএনপি নেতাকর্মিদের মাঝে শিল্পপতি রিপনের ঈদ উপহার বিতরণ সংবিধানের নির্দেশনা ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগের শিক্ষাই সেনাবাহিনীর চেতনার উৎস : সেনাপ্রধান জীবিত সেলিমকে জুলাই আন্দোলনে ‘শহীদ’ দেখিয়ে হত্যা মামলা! সোনাতলায় শিল্পপতি রিপন’র সৌজন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত বিক্রমপুর জাদুঘরের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি

লালমনিরহাটের সেই হাতিটিকে বশে এনেছেন বনরক্ষীরা

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২
লালমনিরহাটে শিকল ছিঁড়ে তান্ডব চালানো সার্কাসের হাতি

অবশেষে ২৪ ঘন্টা পর লালমনিরহাটে রশি ছিড়ে লোকালয়ে আসা হাতিটিকে চেতনানাশক দিয়ে বশে এনেছেন বনরক্ষীরা।গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ৩সদস্যের একটি বন্য প্রাণী বিশেষঞ্জ দল হেলিকপ্টারযোগে লালমনিরহাট এসে হাতিটিকে চেতনানাশক দিয়ে বশে আনেন।হাতিটি বশে আসায় এলাকার মানুষদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

জানা গেছে, চলতি বছরের ১২ জানুয়ারী পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)এর আয়োজনে লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়াদী মাঠে শুরু হয় পুনাক শিল্প ও পন্য মেলা।করোনার কারনে প্রায় ২০দিন বন্ধ থাকার পর গত মাসের(ফেব্রুয়ারী) ১৫ তারিখ থেকে আবারো শুরু হয় এই মেলা।এই মেলায় দি লায়ন সাকাসের একটি হাতি গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রশি ছিড়ে দোকানপাট-গাছপালা ভেংগে ব্যাপক ক্ষতিসাধন করে।পরে স্থানীয় ফায়ার সাভিস,পুলিশ ও মেলা কমিটির চেষ্টায় ৩ঘন্টা পর দুপুর ২টার দিকে হাতিটিকে শহর থেকে এক কিলোমিটার দুরে(বঙ্গবন্ধু কলোনী এলাকায়) একটি পুকুরে নামিয়ে দেয়া হয়।বঙ্গবন্ধু কলোণী,শফিউদ্দিন কমাস কলেজপাড়ার পাশে হাতিটি অবস্থান নেওয়ায় ওই এলাকার মানুষজন গতকাল নিঘুম রাত কাটিয়েছেন।গতকাল সকালে হাতিটি বশে আসায় স্বস্তি ফিরে এসেছে মেলা কমিটি সহ স্থানীয় মানুষজন। তবে গাজীপুর থেকে আগত বন্য প্রানী বিশেষঞ্জ দলটি জানান,হাতিটি পুরুষ।সে নারী সংগীর খোজে বেপরোয়া হয়ে হয়তবা এ তান্ডব চালিয়েছে।তবে তাকে এ্যানেসথেসিয়া করা হয়েছে।ওই স্থানে ৫/৭দিন থাকলে সে ঠিক হয়ে উঠবে।

লালমনিরহাট শহরের শিক্ষক ও কবি শশধর রায় বলেন,সোমবার থেকে হাতিটির তান্ডবে দোকানপাট,বেশকিছু গাছপালা নষ্ট হয়ে গেছে এবং জেলা শহরের মানুষজনের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। হাতিটিকে বশে আনার কারনে মানুষজনের মাঝে স্বস্তি ফিরেছে।

শফিউদ্দিন কমাস কলেজ এলাকার বাসিন্দা স্কুল শিক্ষাথী-লামিয়া বেগম জানান, সোমবার রাতে আমরা হাতির ভয়ে ঘুমাতে পারিনি।আজ হাতিটিকে গাজীপুর থেকে বন্য প্রাণী বিশেষঞ্জরা এসে বশে নেয়ায় আমরা স্বস্তিতে আছি।

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেনারী সাজন ডা. মোস্তাফিজুর রহমান জানান,প্রত্যেক প্রাণী সঙ্গী দরকার।হাতিটির বেশদিন সঙ্গীবিহীন থাকার কারনে এ অবস্থা হতে পারে।তাকে প্রপার টিটমেন্ট দেয়া হয়েছে।হাতিটিকে এই অবস্থায় নড়াচড়া করা যাবেনা।এখানেই থাকবে সে। এভাবে থাকলে হাতিটি কয়েকদিনের মধ্যে সুস্থ্য হবে।

বন্য প্রাণী বিশেষঞ্জ ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রাক্তন প্রকল্প পরিচালক তপন কুমার দে জানান,হাতিটি পুরুষ হাতি। সঙ্গী না থাকার কারনে পাগলামি করেছিল।হাতিটিকে এ্যনেসথেসিয়া করে দুবল করা হয়েছে। এটি কয়েকদিন এই স্থানে থাকলে আস্তে আস্তে ভালো হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews