1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

কবি শামীম ফাতেমা মুন্নীর ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
কবি শামীম ফাতেমা মুন্নী

অতন্দ্রিলা

-শামীম ফাতেমা মুন্নী

বিস্মৃতির অতলান্ত ছেড়ে ছায়া হাঁটে
আজ স্মৃতির ঘোরে নৈঃশব্দ্যের সঙ্গিনী হয়ে ,
অতন্দ্রিলা হয়ে গোলাপ ঝাড়ে সুবাস ছড়িয়ে
ভেজা রুমালের লবণাক্ত স্বাদে ভীষণ মায়ায় …..
ফাল্গুনের রাত জাগা মৃদু শীতল হাওয়ায়
চেনা সুরের সহস্র মুর্চ্ছনায় সম্পর্কের স্বচ্ছতা
দুলে চলে অবিরাম দোলনার দোলাচলে …..
সুনীলের প্রিয় কবিতায় ডুবসাঁতার কাটে মন
কেউ কথা রাখে না , কেউ কথা রাখেনি ……
তবু জীবন কাটে , সময়ের চরকা ঘোরে !
এক জনমে কিছু ভুলের প্রায়শ্চিত্ত হয় না হয়তো বা ,
তবু ভুলগুলো ফুল হয়ে ফুটুক প্রতিটি মুহুর্তে ,
প্রার্থনার ঝাঁপিতে শামুকের খোলসে প্রেমময় পবিত্রতায়
অনুযোগহীন , অভিমানহীন নিষ্পলক তাকানোয়
বুকের গভীরে হিরন্ময় সমর্পণের মুক্তোর চাষে ,
ক্ষমাপ্রার্থী হয়ে কীই বা এসে যায় আর ?
হাত বাড়ালেই কুয়াশা ছোঁয়া যায় ,ছোঁয়া যায় অভিমানী মেঘ
অথচ হৃদয়ের কান্না মোছা যায় না সেই কর্মনিষ্ঠ হাতে !
রেখে দিয়েছি শুকনো গোলাপ পাঁপড়ি ডায়েরীর ভাঁজে ,
কিছু তো দিয়েছো ফিরিয়ে , কিছু কি রেখে দেবে তুমি ?
যা দিয়েছি তা অতুলনীয় , বিনিময়ে যা পেয়েছি
তা যে অবিস্মরণীয় , কি করে বোঝাই ?
তবুও ঠোঁট মৃদু হেসে দুচোখের অশ্রুকে বোঝায় ,
ভালোবাসা চিরকাল থাকে , কখনো মলিন হয় না জেনো ,
এরই নাম যে জীবন …..।
যদি নিবিড় নীল মায়ায় ছুঁয়ে দাও সেই প্রতিশ্রুতিতে
তবে ফিরিয়ে দেবো এক অনির্বচনীয় নীল স্বাদ ,
নিখাদ ভালোবাসা যার নাম …..।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews