1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

বনাঢ্য আয়োজনে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
ময়মনসিংহ আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির হলে। ছবি- শাখাওয়াত হোসেন

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ” ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর রেলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ এ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ ব্যানারে র‌্যালি করে উপস্থিত হয়। অনান্য সংগঠনের মধ্যে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়।

জেলা শিল্পকলা একাডেমীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ এনামুল হক,জেলা প্রশাসক, ময়মনসিংহ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মনিরা সুলতানা মনি,মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন ৩২৬,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আহমার উজ্জামান পিপিএম (সেবা),পুলিশ সুপার, ময়মনসিংহ, অধ্যাপক ইউসুফ খান পাঠান,চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ। দিবসের তাৎপর্য বিশ্লেষণে বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব আহমার উজ্জামান পিপিএম (সেবা) বলেন-নারী অধিকার বাস্তবায়ন করতে হলে প্রতিটি পুরুষকে তার ঘরের নারীকে কাজের আর্থিক মূল্যায়ন করতে হবে ‘।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মনিরা সুলতানা মনি বলেন, নারীদেরকে কোথাও যথাযথ সম্মান দেয়া হয়না, সংসদে নারীদের আসন ৩৫% আসন নির্ধারিত থাকলেও তা ফিলাপ করা হয়না। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মধ্যে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) অংশগ্রহণ করে। আইইডি’র যুব ও সাংস্কৃতিক ফোরামের সদস্যরা নৃত্যে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews