সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন সংগঠনের পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এসব নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মহিলাদল মহানগর দক্ষিণের এ কমিটি অবিলম্বে ভেঙে গ্রহণযোগ্য কমিটি দেওয়ার দাবি জানান।
এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাবেক কমিশনার মনি বেগম, মমতাজ জাহান টুটু ছাড়াও লতা বেগম, মিতা দত্ত প্রমুখ।
গত ১১ ফেব্রুয়ারি মহিলাদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে রুমা আক্তারকে। যুগ্ম আহ্বায়ক হলেন শাহীনুর নার্গিস, হোসনে আরা লিজা, সালেহা বেগম, হাসিনা বেগম হাসি, রেহেনা ইয়াসমিন ডলি, ফেরদাউসি বেগম, রাশিদা বেগম, জাহানারা বেগম এবং সদস্যসচিব হয়েছেন নাসিমা আক্তার কেয়া।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট