মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকায় এসেছেন। আজ শনিবার বিকেলে তাঁকে বহনকারী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভিক্টোরিয়া নুল্যান্ডকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আগামীকাল রবিবার অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে তিনি যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আসন্ন অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্র পাঁচটি ইস্যুতে গুরুত্ব দেবে। এগুলো হলো বাণিজ্য, শ্রম ও বিনিয়োগ, মানবাধিকার ও সুশাসন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক হুমকি, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকসহ আঞ্চলিক ইস্যু ও নিরাপত্তা সহযোগিতা। এবারের সংলাপে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে বাংলাদেশের শক্তিশালী অংশীদার হিসেবে থাকার বার্তা মিলবে।
বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আসন্ন বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দেশটির সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি স্বাক্ষরের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট