‘কর্মসংস্থানের সংগ্রামে সামিল হও সাহসী তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির ৪র্থ জেলা সম্মেলন ও কাউন্সিল ১৮, ১৯ মার্চ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রয়াত্ত পাটকল রক্ষা আন্দোলনের কারা নির্যাতিত শ্রমিক নেতা কমরেড এস এ রশীদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম।
১৮মার্চ বিকেল ৩ টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রেসক্লাব মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী ও যুব ইউনিয়ন সাংগঠনিক শাখার পরিবেশনায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি আবু তোয়াব অপুর সভাপতিত্বে ও ঝিনাইদহ সদর কমিটির আহ্বায়ক আররিফুল ইসলাম মিটুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, রাষ্ট্রয়াত্ত পাটকল রক্ষা আন্দোলনের কারা নির্যাতিত শ্রমিক নেতা কমরেড এস এ রশীদ, জেলা উদীচীর সাবেক সভাপতি কাজী ফারুক, ক্ষেতমজুর সমিতির জেলা আহ্বায়ক স্বপন বাগচী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) এর জেলা সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জু, বাসদ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, মহেশপুরের প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড অরবিন্দু প্রামানিক, উদীচী জেলা সভাপতি কে এম শরীফ, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান জোয়ার্দার, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন শৈলকুপা থানা কমিটির আহ্বায়ক বায়েজীদ হোসেন প্রমূখ।
সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধগতি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, যুব সমাজের কর্মসংস্থান সংকট, গণতান্ত্রিক সংকট, মৌলবাদ, নারীনির্যাতন ইত্যাদির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন রাষ্ট্রীয়ভাবে কর্মপ্রত্যাশীদের নিবন্ধন করে একবছরের মধ্যে কর্মসংস্থান, বেকারকালীন ভাতা নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে যুবনেতা আবু তোয়াব অপু কে সভাপতি, যুবনেতা মেহেদী হাসান জোয়ার্দার কে সাধারণ সম্পাদক ও যুবনেতা আরিফুল ইসলাম মিটুল কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সাধারণ সম্পাদক-বায়েজীদ হোসেন কোষাধ্যক্ষ-সুমন হোসেন দপ্তর সম্পাদক-সত্যম বিশ্বাস প্রচার সম্পাদক-মাহফুজুর রহমান সাংস্কৃতিক সম্পাদক-প্রদীপ্ত পিয়াস নারী বিষয়ক সম্পাদক-সিনথীয়া সুমি সমাজকল্যাণ সম্পাদক-আবির হাসান কার্যকারী সদস্য-১. সুজন বিপ্লব কার্যকারী সদস্য-২. জহুরুল ইসলাম কার্যকারী সদস্য-৩. বিপুল কর্মকার
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট