1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

কাতারের কাছে বাংলাদেশ আরও এলএনজি চেয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে কাতারের নতুন রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি সৌজন্য সাক্ষাৎ। ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আরও বেশি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাতারের নতুন রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।

এ সময় আব্দুল মোমেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদশীদের জন্য পারিবারিক ভিসা সহজতর করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর আকর্ষনীয় বেতন ও সুন্দর কাজের পরিবেশ দেওয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী।

মোমেন রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ কাতারের আমিরকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশে তার সফরের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

এ সময় মোমেন বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে কাতারের রাষ্ট্রদূতকে অবহিত করেন। নতুন রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করার জন্য কাতার সরকারের প্রশংসা করেন মোমেন। এছাড়া ফিফা বিশ্বকাপ-২০২২ আয়োজনে কাতার সরকারের প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত কাহতানি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি মোমেনকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কাতার সরকারের স্বার্থ সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অব্যাহত আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন কাহতানি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews