সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আজ সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক আরো পেছাতেও পারে।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা জেলা পর্যায়ে আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। সোমবার একটি মিটিং হওয়ার কথা আছে। মিটিংয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি আরো বলেন, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়নি। তবে প্রাথমিকভাবে ৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এটি চূড়ান্ত হয়নি। যদি লিখিত পরীক্ষা জেলা পর্যায়ে আয়োজনের সিদ্ধান্ত আসে তাহলে পরীক্ষা পেছাতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট