ষাট ও সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি, স্বাধীনতা উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র প্রথম ভিপি; বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, বগুড়ার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা;
হায়দার আলী আজ সকাল ১০ টায় বগুড়া শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ গভীর শোকাহত।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।