জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে গত চার দিনে অর্ধশতাধিক ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা নিপা শবনব বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আবাসিক ও অনাবাসিক মিলিয়ে এ পর্যন্ত ৬০ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের বেশির ভাগই বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথা নিয়ে চিকিৎসার জন্য এসেছেন।
তাঁদের ওষুধ ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে। ’ শিক্ষার্থীদের ডায়রিয়ার প্রকোপ নিয়ে হল প্রভোস্ট শামীমা বেগম বলেন, ‘আমরা হল পরিদর্শন করছি নিয়মিত। সুস্থ থাকতে নিজেদেরও পরিচ্ছন্ন থাকতে হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট