পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন তার সাবেক স্ত্রী রেহাম খান। যে ‘নয়া পাকিস্তান’ গড়ার অঙ্গীকার করে ইমরান ক্ষমতায় বসেছেন সেটার প্রসঙ্গ টেনে টুইটারে রেহাম খান লিখেছেন, ‘ইমরান খান এখন ইতিহাস! আমি মনে করি নয়া পাকিস্তান যে জঞ্জাল রেখে যাচ্ছে, তা সাফ করার জন্য ঐক্যবদ্ধ থাকার দিকে আমাদের নজর দেওয়া উচিত। ’ রেহাম আরো বলেন, ‘বুদ্ধি ও সক্ষমতা’ কোনোটাই ইমরানের নেই।
ইমরান খান ২০১৮ সালে ‘নয়া পাকিস্তান’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন।
কিন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো মৌলিক সমস্যা মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় বিরোধীরা তাঁর সরকারকে ‘অদক্ষ’ আখ্যা দিচ্ছে।
ইমরান খান গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, তিনি অল্পবয়সে পাকিস্তানকে শীর্ষে দেখেছেন। এ প্রসঙ্গে রেহাম কটাক্ষ করে বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান তখন মহান ছিল যখন আপনি প্রধানমন্ত্রী ছিলেন না। ’
রেহাম শুধু এবারই নয়, এর আগেও বেশ কয়েকবার ইমরান খানের সরকার পরিচালনা নিয়ে সমালোচনায় সরব হন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট