রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ‘কিছু অবন্ধুসুলভ রাষ্ট্রের’ বিরুদ্ধে পাল্টা শাস্তিমূলক ভিসা ব্যবস্থার এক ডিক্রি সই করেছেন। নথি অনুসারে, ‘ইউরোপীয় ইউনিয়ন, কয়েকটি বিদেশি রাষ্ট্র ও কিছুসংখ্যক বিদেশি নাগরিকের অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিক্রিয়ায় জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ’
ডিক্রির আলোকে মস্কো ইইউ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং লিখটেনস্টাইনের সঙ্গে ভিসা-সুবিধা চুক্তির কয়েকটি ধারা স্থগিত করেছে। এসব দেশ ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছি
নথিতে বলা হয়েছে, রাশিয়া, এর নাগরিক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবন্ধুসুলভ কর্মকাণ্ড করা বিদেশি নাগরিকদের রাশিয়ায় প্রবেশ এবং থাকার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত পরিসরেও জারি করা উচিত।
আন্তর্জাতিক অর্থ পরিশোধ ব্যবস্থা সুইফট থেকে অপসারণ এবং রুশ কম্পানি, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জবাবে এক মাস আগে রাশিয়া তার অবন্ধুসুলভ দেশের তালিকা তৈরি করে।
এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউক্রেন, মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিখটেনস্টাইন, মনাকো, নরওয়ে, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান। সূত্র: আরটি.কম
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট